ঢাকা : বৈশ্বিক এই মহামারীতে সকল মানুষ যখন অসহায় তখন শ্যাডো সমাজ সেবামূলক প্রতিষ্ঠান এর উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে নিরবে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেন অসহায় গরিব দুস্থ মানুষের মাঝে ।
শ্যাডো এর উদ্যোক্তারা বলেন আমরা বিভিন্ন ওয়ার্ডে সেবামূলক কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় বিশ্ব যখন করোনাভাইরাস এর প্রকট মহামারীতে ছড়িয়ে পড়ে আর বেকারত্ব সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ মহামারীর কারণে বেকারত্বের দেখা দেয় তখনই অসহায় দরিদ্র দিনমজুর মানুষের পাশে আমাদের শ্যাডো অসহায় দরিদ্র কৃষক জেলেদের পাশে এসে দাঁড়ায় ।
করোনা ভাইরাস এর শুরু থেকে অসহায় দিনমজুর দুস্ত পরিবারদের মাঝে আমাদের শ্যাডো দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উ
পলক্ষে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে অসহায় দিনমজুরদের মাঝে আমাদের ঈদ উপহারটি পৌঁছে দিয়েছি। ঈদ উপহার হিসেবে – পোলার চাল,পিয়াজ,তেল,সেমাই,চিনি,গুঁড়া দুধ এবং লাইভ চিকেন এই পণ্য সামগ্রী গুলো দুস্থ পরিবারের মাঝে দলিপাড়া তালতলা মাঠে বিতরণ করা হয় । করোনাভাইরাস মহামারী যতদিন থাকবে আমাদের সংগঠনটি মানুষের পাশে থাকবে।
যারা আমাদের অর্থ,শ্রম,পরামর্শ এবং উৎসাহ দিয়ে পাশে ছিলেন প্রত্যেককেই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা।
আমরা আশা করি প্রত্যেক এলাকায় “SHADOW”-Bound To Bring Smile-এর মতো সগঠন গড়ে উঠুক এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াক।
নিউজবিডি৭১/ এম কে / ২৪ মে ২০২০