ঢাকা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব গঠিত ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ সভাপতি ডিএম শামীমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আমিনুল ইসলামকে মেরে ফেলার চেষ্টা করে শামীমের সন্ত্রাসী বাহিনী।
রাজধানীর উত্তরা আজমপুর নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে বাংলাদেশ বুলেটিনের সিটি রিপোর্টার মো.আমিনুল ইসলামকে তথ্য দেয়ার কথা বলে ১৯ মে মঙ্গলবার রাত ৮টার দিকে কৌশলে ডেকে আনে এবং লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে প্রানে মেরে ফেলার চেষ্টা করে ডিএম শামীমের লালিত সন্ত্রসী ও বিএনপি এই সিন্ডিকেট।
প্রথমে সাংবাদিক আমিনুল ইসলামকে লক্ষ করে সন্ত্রাসীরা মোটর সাইকেল রোধ করে, পরে মোটর সাইকেলের চাবি ছিনিয়ে নেয়, আমিনুল ইসলাম গাড়ির চাবি ফেরত চাইলে সন্ত্রাসীরা চড়্ওা হয় এবং মারধর শুরু করে। মারধর করার সময় সন্ত্রাসীরা বলতে থাকে তুই কিসের সাংবাদিক?
শামীম ভাইয়ের বিরুদ্ধে নিউজ করছ? তরে নিউজ করামু। এসময় তারা মোটর সাইকেল ভাংচুর করে ও হাতের মোবাইল ফোন ও গলার চেইন কেড়ে নেয়।
নিউজবিডি৭১/এম কে/ ২০ মে ২০২০