স্পোর্টস ডেস্ক
ঢাকা : এবার ফেঁসেছেন শোয়েব। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এবার আইনের গ্যাড়াকলে পড়তে হলো রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে।
শোয়েবের বিরুদ্ধে সাইবার ক্রাইম শাখায় বড় ধরনের অভিযোগ জমা পড়েছে।
পিসিবি’র প্রধান নির্বাহী ওয়াসিম খানকে লক্ষ্য করে শোয়েবের সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট নিয়েই শুরু বিতর্কের। পাকিস্তানের সাবেক এই পেসার ওয়াসিম খানকে নিয়ে যে সব শব্দ ব্যবহার করেছেন, তা সঠিক নয় বলেই প্রতিবাদ করেছেন পিসিবি’র কর্মকর্তারা।
এর আগেও শোয়েব পিসিবির আইনি পরামর্শদাতা তাফাজ্জুল রিজভির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। সবমিলিয়ে এবার হার্ডলাইনে বোর্ড। মামলা এখন চলে গেছে সাইবার ক্রাইমের আওতায়।
নিউজবিডি৭১/এম কে/ ০৪ জুন ২০২০