সাতক্ষীরা সংবাদদাত: সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি সিন্ডিকেটের অন্যতম সদস্য হাফিজুর রহমান মন্টু ওরফে ব্লাকার মন্টু ওরফে হাজী মন্টুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
রোববার (২৭ জুন) ভোররাতে গোয়েন্দা পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চোরাকারবারি হাফিজুর রহমান মন্টু (৪৮) সাতক্ষীরা সদরের হাড়দ্দহা গ্রামের মৃত হোসেন এর ছেলে। সে সাতক্ষীরা জেলার শীর্ষ চোরাকারবারিদের মধ্যে অন্যতম এক জন। তার নামে দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্রসহ একাধিক মমলা রয়েছে।
জিঙ্গাসাবাদ শেষে তাকে দুপুরে আদালতে তোলা হয়। বিকেলে জেলা কারাগারে প্রেরণ করে পুুলিশ।
একাধিক সূত্রে জানা গেছে, কুখ্যাত চোরাকারবারি মন্টুর শশুর বাড়ি ভারতের বশিরহাট হিংগলগঞ্জে। সে সেখানের নাগরিক। আবার এদেশেরও নাগরিক। এছাড়া, গ্রেফতার এড়াতে মন্টু বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে অবৈধ টাকার বিনিময়ে সখ্যতা রেখে চোরাকারবার চালিয়ে আসছে বহুদিন ধরে।
গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর মন্টুকে ছাড়িয়ে নিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয়। এর আগে কুয়াকাটার দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের বয়ারচর এলাকায় কোস্ট গার্ডের হাতে ট্রলার ভর্তি ১০ কোটি টাকার অবৈধ ভারতীয় থ্রি – পিচ ও শাড়ীসহ আটক হয় হাজী মন্টু ও তার ভাই নৌকার মাঝি রবিউল।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইয়াসিন আলম চৌধুরী জানান, গত ২৪ মে ভারতে পাচার কালে সাতক্ষীরার আলিপুর থেকে ৩ লাখ ৬০ হাজার পিস বাংলাদেশের সরকারি জন্মনিয়ন্ত্রন সুখি ট্যাবলেট আটক করা হয়েছিল। সে সময় দুই জনকে আটক করা গেলেও পালিয়ে যায় কুখ্যাত চোরাকারবারি মন্টু। ওই ঘটনার পর থেকে বহুদিন যাবত আত্মগোপনে থাকার পর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এসএইচআই
