আক্তারুজ্জামান বাচ্চু (সাতক্ষীরা): সাতক্ষীরায় পুলিশের হাতে আটক মোটর চালিত রিক্সা – ভ্যান ও ইজিবাইক ফেরত পাওয়ার দাবীতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।
অসহায় হতদরিদ্র এসব চালকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বুধবার (৩০) জুন সকাল থেকে অবস্থান নেয়। যা দুপুর গড়িয়ে যায়।
অবস্থান চলাকালে মোটরচালিত ভ্যান, রিক্সা ও ইজিবাইক চালকরা বলেন, গত দেড় বছর ধরে মহামারি করোনা পরিস্থিতির কারনে তাদের উপার্জনের পথ প্রায় বন্ধ হয়ে পড়ে। বিভিন্ন এনজিও ও সমিতি থেকে ঋণ নিয়ে তারা এসব যানবাহন ক্রয় করেছে। এসব চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে কোন প্রকার খেয়ে পরে চলছিলাম।
পরিবার পরিজনের ভরণ পোষণ এবং অন্যদিকে ঋণের কিস্তি পরিশোধ করা এখন আর সম্ভব নয়। তারা বলেন,সামনে কোরবানির ঈদ। কিভাবে বাচ্চা-কাচ্চা ও অন্যান্য সদস্যদের মুখে ভাত তুলে দেবো। নতুন জামা কাপড়ও বা কোথায় পাবো? কে দেবে এসব আমাদের?
তারা তাদের যানবাহন ফেরত নিয়ে সড়কে চলতে চায়। না- হলে সরকার তাদের অন্যকোন কাজের ব্যবস্থা করে দিক।
এসএইচআই
