সাতক্ষীরা সংবাদদাতা:
সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর হার বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে।
এনিয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১৭ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ০৪ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৫ জন।
শনিবার (২৬ জুন) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা: জয়ন্ত কুমার সরকার জানান, করোনা ডেডিকেটেডে মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
আক্তারুজ্জামান বাচ্চু/এসএইচআই