সাতক্ষীরা সংবাদদাতা: করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় সাতক্ষীরায় মারা গেছেন আরো পাঁচজন। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়েছে।
শনিবার (০৩ জুলাই) সকাল পর্যন্ত এই পাঁচ জনকে নিয়ে জেলায় করোনা উপসর্গে মারা যাওয়ার সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জন। আর করোনা আক্রান্তে মারা গেছেন ৮১ জন।
এদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৯ জনের নমুনা পরিক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরিক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ।
সাতক্ষীরায় লকডাউনে গত দুইদিনে মৃত্যু ও শনাক্তের হার নিম্নমূখি হয়েছে।
আক্তারুজ্জামান বাচ্চু/এসএইচআই