সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৯ জন, করোনায় আক্রান্ত হয়ে শহরের একটি বে-সরকারি ক্লিনিকে একজন, আর একজন নিজের বাড়িতে মারা গেছেন।
করোনায় আক্রান্ত দুজন হলেন, আশাশুনি উপজেলার মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম (৬০) ও সদর উপজেলার আলিপুর বুলারআটি গ্রামের জালাল উদ্দিন মোড়ল (৮০)।
রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই ১১ জনের মৃত্যু হয়েছে।বুধবার (৭ জুলাই) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা:জয়ন্ত সরকার মেডিকেলে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া, করোনায় মৃত দুইজনের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।
এম কে