সাতক্ষীরা জেলা প্রতিনিধি : করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন মারা গেছেন। এরমধ্যে উপসর্গ নিয়ে ৯ জন ও করোনায় আক্রান্ত একজন রয়েছেন।
এছাড়া, ২৮২ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৪ জন করোনা পজিটিভ। অন্যরা উপসর্গ নিয়ে আছেন।
শনিবার ( ১০ জুলাই) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন,রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই ১০ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে,সাতক্ষীরায় এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪১২ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।
এম কে