নিউজ ডেস্ক : সানি লিওন, মিয়া খলিফার পর এবার ভারতের একটি কলেজের মেধা তালিকায় নাম উঠেছে ‘কালা চশমা’ খ্যাত সংগীতশিল্পী নেহা কাক্কারের। পশ্চিমবঙ্গের মালদার একটি কলেছে এ ঘটনা ঘটেছে। এদিকে, সাইবার ক্রাইম বিভাগে এ বিষয়ে অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন নেহার নাম সরিয়ে দেওয়া হবে।
এ দিকে একের পর এক কলেজের মেধা তালিকায় সানি লিওনে, মিয়া খালিফা, জনি সিনসের নাম থাকায় বিরক্ত উচ্চশিক্ষা দপ্তর। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্টও তলব করা হয়েছে। সাম্প্রতিককালের আঁখ মারে, ও সাকি সাকি, দিলবার, চিজ বারি, কালা চশমা, গারমি গানের মতো সুপারহিট গানগুলো তার গাওয়া। তিনি এই মুহূর্তে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও বেশি পারিশ্রমিক নেওয়া প্লেব্যাক শিল্পীদের একজন নেহা কাক্কার।
নিউজবিডি৭১/ এম কে / ৩১ আগস্ট ২০২০