নরসিংদী প্রতিনিধি : নরসিংদী ৩ শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সৌজন্যে করোনা ভাইরাস মোকাবিলার অংশ হিসেবে নরসিংদীর শিবপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭ হাজার হতদরিদ্র, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী।
তিনি জানান শিবপুর উপজেলা সিরাজুল ইসলাম মোল্লা সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে ১৯ মে মঙ্গলবার এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। শিবপুরে সাবেক এমপির দলীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করবেন সিরাজুল ইসলাম মোল্লা সমাজসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। সম্বয়কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান উপজেলার ফাউন্ডেশনের প্রতিটি ওয়ার্ডের ১১সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে ৬০/৭০ জন করে মোট ৭ হাজার লোকের তালিকা চুড়ান্ত করা হয়েছে।
খাদ্য সামগ্রীও প্যাকেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ৪ কেজি আলু, ১ কেজি তৈল ও ১ কেজি লবণসহ মোট ১৮ কেজি খাদ্য সামগ্রী। ইতিপূর্বে ৪ হাজার জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল বলে তিনি জানান।
নিউজবিডি৭১/এম কে/১৯ মে ২০২০