মোঃ সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পিকাআপ ও মাইক্রোবাসের পাশাপাশি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তরের রফিকুল ইসলাম (৬৫), গাইবান্দা জেলার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া (৫৫) ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।
সিদ্ধিরগঞ্জ থানায় উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকালে একটি পিকাপ ও একটি ট্রাক সানারপাড় এলাকা দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
এসময় মাইক্রোবাসের সাথে পিকাপের ধাক্কা লাগলে পিকাপে থাকা তিন যাত্রী সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিউজবিডি৭১/এম কে/ ২২ মে ২০২০