অনলাইন ডেস্ক: সুইজারল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরো কাপের শেষ ১৬ রাউন্ডে পৌঁছে গেল ইতালি। অন্যদিকে হেরে নিজেদের জন্য কাজটা কঠিন করে ফেলল জেরদান শাচিরিরা। এখনো পর্যন্ত খেলা দুটি ম্যাচেই জয় হাসিল করেছে আজুরিরা। ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। ২ ম্যাচের একটি ড্র ও একটি হার নিয়ে ১ পয়েন্ট অর্জনকারী সুইজারল্যান্ড এ গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করছে। টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছতে তুরস্কের বিরুদ্ধে নিজের শেষ গ্রুপের ম্যাচ জিততেই হবে সুইসদের। ইতালির কাছে হারতে হবে ওয়েলসকে।
এমন জয়ে জোড়া গোল করেছেন ম্যানুয়েল লোকাতেলি। অপর গোলটি করেছেন কিরো ইম্বোবিল। এটা ছিল ইতালির টানা দশম জয়। এই ১০ ম্যাচে একটিও গোল হজম করেনি তারা। এটা ছিল আজ্জুরিদের টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। সবশেষ তারা ন্যাশন্স লিগে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরেছিল। এরপর আর হারেনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে রোমের স্টাডিও অলিম্পিকোতে ম্যাচের ২০ মিনিটেই জালের নাগাল পেয়েছিল ইতালি। এ সময় জর্জিও কিয়েলিনি কর্নার কিক থেকে উড়ে আসা বল থেকে গোল করেন। কিন্তু সেটি হ্যান্ডবলের কারণে বাতিল হয়।
২৬ মিনিটের মাথায় লোকতেলি গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ডানদিক থেকে ক্রসে ডি বক্সের মধ্যে লোকাতেলিকে বল বাড়িয়ে দেন ডমোনিকো বারার্দি। বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান তিনি।
এক গোলে আরো উজ্জীবিত ইতালি। কিন্তু সুইস ডিফেন্স নজরকাড়া। এক ভুল বার বার আর করেনি তারা। পালটা আক্রমণ করেও লাভ হয়নি ব্লুদের। তারপরও এগিয়ে থেকেই অর্ধ্ব শেষ করে মানচিনি শিষ্যরা।
ম্যাচে ফিরে আবারো আক্রমণে ইতালি। ৫২ মিনিটে আসে ফলাফল। সুইস ডিফেন্সের বোকামির সুযোগ নেন লোকাতেল্লি। নিজের সঙ্গে পূরণ করেন দলের জোড়া গোল। উল্লসিত অলিম্পিয়া অ্যারেনা, আর হতবিহ্বল পেত্রোভিক।
৬৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিলো সুইজারল্যান্ডের সামনে। কিন্তু ডোন্নারুমার সঙ্গে ছিলো ইতালির বিখ্যাত রক্ষণ। ব্যর্থ চেষ্টা সুইস ফরোয়ার্ডদের।
এরপর সুইসদের ম্যাচ শেষের অপেক্ষা আরো বাড়িয়ে দেন সিরো ইমোবিল। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দলের হয়ে তৃতীয় গোল করেন এ ইতালিয়ান। শেষ পর্যন্ত লোকাতেল্লি-ইমোবিল ম্যাজিকে ইউরোর নকআউট পর্ব নিশ্চিত করে আজ্জুরিরা।
এস এইচ আই
