চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হালিশহরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখায় অভিযান চালিয়ে ৩৯ লাখ টাকার জর্দা আটক করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন চট্টলা বিভাগের কর্মকর্তারা এই বিপুল পরিমাণ জর্দা আটক করেছেন।
সোমবার (২৮ জুন) রাতে এই বিপুল পরিমাণ জর্দা আটকের তথ্য জানান, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আকবর হোসেন।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, প্রায় ১৬ লক্ষ টাকা শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৪০ কার্টন জর্দা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচার করা হচ্ছি। গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ জর্দা আটক করতে সক্ষম হয়।
আটককৃত জর্দার মুল্য প্রায় ৩৯ লাখ টাকা। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ময়মনসিংহের ২/৩ অতুল চক্রবর্তী রোডের মেসার্স নুরানী জর্দা ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠান থেকে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে চট্রগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ভ্যাটের বৈধ কাগজপত্র ছাড়াই ৪০ কার্টন জর্দা পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অবৈধ তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট বেশ কিছু অভিযান ও ব্যবস্থা নেওয়ার কারণে ভ্যাট ফাঁকির জন্য কিছু অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেছে নিয়েছে। এ বিষয়ে ভ্যাট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজবিডি৭১/এসএইচআই
