বিনোদন ডেস্ক
ঢাকা : চিরবিদায় সুশান্ত সিং রাজপুত। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় সুবারবান ভিলে পার্লের পবন হংস শ্মশানে সম্পন্ন হয়েছে বলিউডের এই অভিনেতার শেষকৃত্য। এসময় সেখানে উপস্থিত ছিলেন- পরিবারের সদস্য, বড় এবং ছোট পর্দার তারকারা।
সহশিল্পীকে শেষবারের মতো বিদায় জানাতে শ্মশানে এসেছিলেন শ্রদ্ধা কাপুর, রণবীর শোরে, রাজকুমার রাও, বিবেক ওবেরয়, ঋত্বিক, কৃতি শ্যানন, পরিচালক অভিষেক কাপুর, ক্রিস্টেল ডি’সুজা, মুকেশ ছাবরাসহ অনেকে।
রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। এই হাসপাতালেই হয়েছে সুশান্তের ময়নাতদন্ত।
ভারতীয় চ্যানেল স্টারপ্লাসে প্রচারিত ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালের মধ্য দিয়ে ২০০৮ সালে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপর ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জি টিভিতে প্রচারিত ‘পবিত্র রিশতা’তে মানব চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিলেন প্রয়াত এই তারকা।
টেলিভিশনে সফলতা অর্জনের পর ২০১৩ সালে ‘কাই পো চে’ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুশান্ত সিং রাজপুতের। যার জন্য সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তুলেছিলেন সুশান্ত।
গত বছর মুক্তি পায় সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোড়ে’। আর এটিই ছিলো বলিউডের এই অভিনেতার শেষ ছবি।
নিউজবিডি৭১/এম কে / ১৫ জুন ২০২০