মোঃ সাজেদুর রহমান : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলা পিরোজপুর টোলপ্লাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় নুরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বজনদের হস্থান্তর করেছে।
নিহত নুরী বেগম পিরোজপুর ইউনিয়নের নায়েব আলীর স্ত্রী।
কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই নাসিম জানান, সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার সামনে রাস্তার ডিভাইডারের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি দ্রুতগামী বাস নুরী বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিউজবিডি৭১/ এম কে / ২২ সেপ্টেম্বর ২০২০