সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আবুল কাসেম নামের এক পথচারী নিহত হয়েছেন।
(১৮ জুন) বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাঁচপুর নয়াবাড়ী নাবানা সিএনজি পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ের পুলিশ নিহত কাসেমের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায় ।
প্রত্যেক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আবুল কাসেম নামের এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩১৭১৬) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঐসময় ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশ প্রাইভেটকারসহ ড্রাইভার ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
নিহত আবুল কাসেম (৫৩) এর বাড়ী নোয়াখালী জেলার সোনাইমুহি থানার দৈলতপুর গ্রামে।
নিউজবিডি৭১/ এম কে /১৯ জুন ২০২০