মোঃ সাজেদুর রহমান (নারায়ণগঞ্জ) সিদ্ধিরগঞ্জ : সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী চৌকি স্থাপন করে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকআপ থেকে ২৯ হাজার ৮’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। ৩ মে রোববার দিবাগত রাত দেড়টায় মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় হানিফ কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত পিকআপটি (ঢাকা মেট্রো ‘ন’ ২০-২৩৭৭) এবং মাদক বিক্রর নগদ ৫ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ বিশ হাজার টাকা।
ধৃত আসামীরা হলো- গাজীপুরের জয়দেবপুর থানাধীন হারিনাল এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ মাসুদ (৪৭) এবং খুলানর সোনাডাঙ্গা থানাধীন গোবর চাকা এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে কামরুল ইসলাম মোল্লা (৪২)। তার বর্তমান ঠিকানা মিরপুরের ১নং শাহআলীবাগ বৌ বাজার শামীম ডাক্তারের গলি।
সোমবার র্যাব-১৪’র কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরীত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি খুচরা বিক্রয় করে থাকে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ৩’রা মে মধ্যরাতে পূর্বে মাদক ব্যবসায়ীরা কক্সবাজার হতে নীল-হলুদ রংয়ের ‘টাটা’ পিকআপে করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে ঢাকায় পৌঁছাবে।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় হানিফ কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। তল্লাশীকালে পূর্বে সংবাদ প্রাপ্ত পিকআপটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে পিকআপটি তল্লাশী চৌকির নিকট থামালে ঐ দুই মাদক ব্যবসায়ীসহ পিকআপটি আটক করা হয়।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
নিউজবিডি৭১/এম কে/ ৪ মে ২০২০