আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা : সৌদি আরবের বিচার বিভাগে ৫৩ জন নারী কর্মকর্তা নতুন করে নিযুক্ত হচ্ছেন। সম্প্রতি দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় এক ফরমানে এ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৌদি আরবের প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র ডাক্তার মজিদ আল-দেশিমানি ৫৩ নারী কর্মকর্তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
জানা যায়, দেশটিতে এই প্রথম বিচার বিভাগে তদন্ত কর্মকর্তা হিসেবে অন্তত ৫৩ জন নারীকে নিয়োগ দেয়া হচ্ছে। এসব নারী কর্মকর্তাদের বিচার বিভাগের নির্দিষ্ট কিছু মামলার তদন্তের দায়িত্ব দেয়া হতে পারে বলে এক বিবৃতিতে সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর জানান।
মজিদ আল দেশিমানি বলেছেন, সব মিলিয়ে ১৫৬ জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। খুব শীঘ্রই তাদেরকে নিজ নিজ দায়িত্ব অর্পণ করা হবে।
নিউজবিডি৭১/এম কে/ ০৬ জুন ২০২০