আমিনুল ইসলাম: বুধবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষতিগ্রস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন, এসময় তিনি ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, দখলে ভরাট হয়ে যাওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ১৩ খাল পুনরায় উদ্ধার করা হবে।
১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার সময় উত্তরখান কলেজিয়েট স্কুল মাঠে ডিএনসিসির ৪৫ নং ওয়ার্ডে প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষতিগ্রস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কালে মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ খাল এখন আর নেই। ১৩টি খালকে পুনরুদ্ধার করা হবে। সেই সাথে সরকারি খাস জমি থাকলে সেগুলোকে কমিউনিটি সেন্টার, মার্কেট ও খেলার মাঠ করে দেয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা নতুন এলাকা অর্থাৎ ১৮ টি ওয়ার্ডের উন্নয়নের জন্য ৪ হাজার ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ¦ হাবিব হাসান। উত্তরখান থানা আওয়ামীলীগের সভাপতি মো.কামাল উদ্দিন। সাধারন সম্পাদক ও ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর মো.জয়নাল আবেদীন। এসময় ১৩ শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নিউজবিডি৭১/ এম কে / ১৭ সেপ্টেম্বর ২০২০
