ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রায় ২৯ হাজার বাংলাদেশি ফেরত আসবে । তিনি বলেন, ‘আমাদের ধারণা মতে আগামী কয়েক সপ্তাহে ২৮ হাজার ৮৪৯ জন দেশে ফেরত আসতে পারে। তাদের জন্য কী ব্যবস্থা দরকার সেটি নিয়ে আমরা আলোচনা করছি।’
মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে অনেক প্রবাসী দেশে ফিরছেন। আমাদের দেশে কোয়ারেন্টিন ব্যবস্থা কতটুকু আছে সেটি যাচাই করে আমরা তাদের ফেরত নিয়ে আসছি। তবে গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে ৩ হাজার ৬৯৫ নাগরিক দেশে ফেরত এসেছেন। এদের একটি বড় অংশ জেল ফেরত অর্থাৎ করোনাভাইরাস শুরু হওয়ার পরে ওই দেশের সরকারগুলো তাদের মাফ করে দিয়েছে এবং তাদেরই আগে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ওমরাহ হজ যারা করতে গিয়েছিলেন এমন কিছু অনিবন্ধিত ও অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি, যাদের আটক করা হয়েছিল, তাদের ফেরত নিয়ে এসেছি।’
এছাড়াও ভারত, জাপান, সিঙ্গাপুরসহ অনেক দেশে বাংলাদেশিরা আটকা পড়ে আছেন, তাদের আনা হয়েছে।
তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহে ২ হাজার ৮৫৩ জনকে ফেরত নিয়ে এসেছি। আরও কিছু আনা বাকি রয়েছে। ভারতে কিছু রয়েছে এবং তাদের বিশেষ ফ্লাইটে ফেরত আনা হবে। লন্ডন থেকে আসবেন, যুক্তরাষ্ট্র থেকে আসবেন এবং এর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
লেবাননে অনেক বাংলাদেশি আটকা আছেন জানিয়ে তিনি বলেন, ‘তারা আবার ঝামেলায় আছেন। আইওএমের মাধ্যমে বিনা পয়সায় আনা যায় কিনা সেটি আমরা খতিয়ে দেখছি।’
ইরাক বড় সমস্যা জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে অনেক লোকের চাকরি চলে গেছে এবং আমরা চিন্তা করছি তাদের কীভাবে ফিরিয়ে আনা যায়।
নিউজবিডি৭১/এম কে/৭ মে ২০২০