ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন নগরবাসীর মৌলিক সুবিধা নিশ্চিতে পাঁচটি বিষয় অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
শনিবার (১৬ মে) দায়িত্ব নেওয়ার পর বিকেলে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তাপস।
মেয়র বলেন, করোনা মোকাবিলা, মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও যানজট- এ পাঁচটি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৯০দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মৌলিক সেবা নিয়ে কাজ করবো।
ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, মশক নিধনে আগে তেমন কোনো কাজ হয়নি। আমি প্রথমে আগের পরিকল্পনা ও কৌশলগুলো জানবো। তারপর নিজেরগুলো মিলিয়ে পর্যালোচনা করে নতুন কৌশল ঠিক করবো। তবে মশার প্রজনন কেন্দ্র ধ্বংস করা হবে। লার্ভাসাইড ও অ্যাডাল্টিসাইড করে মশক নিধন হবে না। সার্বিকভাবে সম্মিলত পদক্ষেপ নিতে হবে।
এছাড়া ডিএসসিসি থেকে দুর্নীতি নির্মূল করা হবে বলেও জানান তিনি। সদ্য বিদায়ী মেয়র সাইদ খোকন দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে তিনি বাসা থেকে প্রয়োজনীয় সব কাগজপত্রে স্বাক্ষর করে নগর ভবনে পাঠিয়ে দিয়েছেন। নগরের প্রত্যেক শাখার একটি সংক্ষিপ্ত বিবরণী তাপসকে দেওয়া হয়।
নিউজবিডি৭১/এম কে/ ১৬ মে ২০২০